DSE-তে বছরের সেরা মাস

পদ্ধতি:

স্টক কেনার সেরা মাস বের করার জন্য , আমি Amibroker প্রোগ্রামিং ব্যাবহার করেছি , আপনি চাইলে Excel sheet ব্যাবহার করতে পারেন। আমি DSE র সকল স্টকের উপর ২০০৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রগ্রামটি রান করে ফলাফল বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমি বছরের প্রতিটা মাসের প্রথম দিনের close price এবং ওই মাসের শেয দিনের close price নিয়ে ওই মাসের রিটান বের করেছি । এভাবে প্রত্যেক বছরের প্রত্যেক মাসের রিটান যোগ করে এভারেজ বের করেছি। উদাহরণ যেমন কোন স্টকের ২টি জানুযারি মাসের ট্রেড ডাটা থাকলে, তার রিটান যোগ করে ২ দিয়ে ভাগ করে জানুযারি মাসের এভারেজ রিতান বের করেছি।

DSE INDEX :২০০৩ থেকে ২০২৩

উপরের চার্ট বিশ্লেষণ করলে দেখা যায়, মাকেট অগাস্ট মাসে সবচেয়ে বেশি রিটান দেয়। এবং জুলাই মাসে স্লোও থাকে । কাজেই জুলাই মাসে মার্কেট এ তুলনা মুলক কম মূল্যে স্টক কিনে, অগাস্ট মাসে ভালো লাভ নিয়ে সেল করার সুযোগ থাকে । একই ভাবে এপ্রিল মাসে মার্কেটে এন্ট্রি দিয়ে, মে অথবা জুনে সেল করে লাভ করা যেতে পারে। অক্টোবর মাসে এন্ট্রি দিয়ে নভেম্বর ডিসেম্বর এ সেল করে লাভ করা যেতে পারে।

সিঙ্গেল স্টকের ক্ষেত্রে একই পদ্ধতি ব্যবহার করা যায়। বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটা স্টক বছরের কিছু নিদৃস্ট সময়ে রিটান দেয়। ভালো ভাবে ডাটা বিশ্লেষণ কের, নিদৃস্ট মাসের আগে স্টকে এন্ট্রি নিলে লাভের সম্ভাবনা থাকে। এক্ষেত্রে স্টকের পূর্ববতী বছরের রিটান বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিলে ভাল হয়। আমি প্রতিটা স্টকের monthly এভারেজ রিটান [More..] পেজে দিয়ে দিয়েছি। আপনি চাইলে আপনার স্টকের অবস্তা দেখে নিতে পারেন